Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ , সময়- ১১:২৮ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
খালেদা জিয়ার চিকিৎসা বিতর্ক কেন ? বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত শেষে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | প্রজন্মকণ্ঠ পছন্দের হাসপাতালে চিকিৎসার জন্য আবেদন খালেদা জিয়ার | প্রজন্মকণ্ঠ খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি : ওবায়দুল কাদের বিএনপি-জামায়াত ক্লিনহার্ট অপারেশন চালিয়ে আ'লীগের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতনের শিকার করেছিল : প্রধানমন্ত্রী  ধর্মমন্ত্রী ও ভূমিমন্ত্রীর  কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল করেছে বিএনপি আ'লীগের প্রতিনিধিদলের উত্তরবঙ্গ সফর শুরু । প্রজন্মকণ্ঠ   বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার | প্রজন্মকণ্ঠ  সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ, আগামীকাল | প্রজন্মকণ্ঠ

শ্রীমঙ্গলে চালু হচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র


নিজস্ব রিপোর্টার

আপডেট সময়: ৭ ডিসেম্বর ২০১৭ ১১:২৭ এএম:
শ্রীমঙ্গলে চালু হচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। শুক্রবার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যবসায়ীরা বলছেন, নিলাম কেন্দ্রটি চালু হলে পরিবহন খরচ কমবে সময় বাঁচবে। কম দামে চা-পাতা পাবেন ভোক্তারা।

এরই মাধ্যমে পূরণ হতে চলছে বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘ ৭০ বছরের পুরনো আরেকটি প্রত্যাশার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওইদিন দুপুর আড়াইটায় প্রথমবারের মতো সিলেট বিভাগের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র (টি অকশন হাউজ) উদ্বোধন শেষে ব্যবসায়ী ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। 

অকশন সেন্টার, ওয়্যার হাউজ, ব্রোকার হাউজসহ উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের দ্বিতীয় এই চা নিলাম কেন্দ্রটি চালু হলে পানকারীরা পাবেন টাটকা ও গুণগতমানের সাশ্রয়ী মূল্যের চা। অন্যদিকে সিলেট বিভাগের চা উৎপাদনকারী চা বাগানগুলো আগে চট্টগ্রামে অকশনে পাঠাতে যে পরিমাণ পরিবহন খরচ হতো তা অনেকটা কমে গিয়ে আর্থিকভাবে তারা লাভবান হবেন। ফলে খুচরা বাজারে চায়ের মূল্যেও তার একটি ইতিবাচক প্রভাব পড়বে।

দেশে চা উৎপাদনে সিলেট বিভাগের একক আধিপত্য থাকলেও দেশের একমাত্র চা নিলাম কেন্দ্রটি চট্টগ্রামে। তাই সিলেটের চা নিলামের জন্য নিতে হয় চট্টগ্রামে। এতে বেড়ে যায় চায়ের দাম। চায়ের মানও ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় নিলাম কেন্দ্র চালুর দাবি জানিয়ে আসছিলেন ব্যাসায়ীরা।

চট্টগ্রামে চা নিলামকেন্দ্রে চা পাঠাতে গিয়ে সিলেট বিভাগের চা বাগানগুলো এতদিন নানা ভোগান্তিতে ছিলেন। অনেক সময় নিলামে পাঠানো  চা রাস্তায় গায়েব হয়ে যেতো। আর পরিবহন খরচ তো আছেই। ট্রান্সপোর্টের কারণে সময়মতো অনেক বাগান অকশনে অংশগ্রহণ করতে পারতো না। তাছাড়া বর্ষার মওসুমে চট্টগ্রামে অকশনে চা পাঠানোর সময় চায়ে ময়েশ্চারযুক্ত হয়ে গুণগত মান কমে যেত। 

২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌলভীবাজার সফরের সময় শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নেই অবশেষে চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র।

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. একেএম আবদুল মোমেন বলেন, শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন বৃহত্তর সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর আরেকটি দীর্ঘদিনের প্রত্যাশিত যুগান্তকারী পদক্ষেপ। 

এর মধ্যে সিলেট বিভাগের চা শিল্প আরো একধাপ এগিয়ে যাবে। দেশের সুষম উন্নয়নের স্বার্থে শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়িত হচ্ছে।  এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সালাউদ্দিন আলী আহমদ জানান, ক্রেতারাও সুবিধা পাবেন। ‘সিলেটের উৎপাদিত চা চট্টগ্রামে নিলামে নিয়ে যেতে বাড়তি খরচ অনেক। শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র হলে বিপুল টাকা সাশ্রয় হবে। চা নিলাম কেন্দ্র চালুর মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে।’ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের সব দাপ্তরিক কর্মকাণ্ড এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সম্পন্ন করে রাখা হয়েছে। 

বাংলাদেশে চা বাগান গড়ে ওঠে ঔপনিবেশিক আমলে। প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় সিলেটের মালনীছড়ায়। দেশে উৎপাদিত মোট চায়ের প্রায় ৭০ ভাগ চা উৎপাদন হয় মৌলভীবাজারের বাগানগুলোতে।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top