Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, রবিবার, ২২ এপ্রিল ২০১৮ , সময়- ৬:৪৪ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
পরমাণু পরীক্ষা স্থগিত করেছে উত্তর কোরিয়া  উলটো পথে চলাচল : রাস্তায় নৈরাজ্য, যেন আইন ভাঙার হিড়িক সকল রোহিঙ্গাকে স্থায়ীভাবে ফেরত নিতে কমনওয়েলথের আহ্বান ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান  কোনো ধরনের সহিংসতার অপচেষ্টা রুখে দিতে পুলিশ প্রস্তুত : আছাদুজ্জামান মিয়া গাজীপুর সিটি : আচরণবিধি লঙ্ঘনে চার মেয়র প্রার্থীকে সতর্কীকরণের চিঠি   শেখ হাসিনা হলেন দেশের জন্য ত্যাগের মূর্ত প্রতীক : মতিয়া চৌধুরী ভারতে শিশুকে ধর্ষণের শাস্তি এবার মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রী ফিরলেই নবম ওয়েজ বোর্ড কার্যকরের প্রজ্ঞাপন জারি : তথ্যমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া আহ্বান : সাবের হোসেন চৌধুরী

আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালানোর ছক বানচাল জঙ্গিদের


অনলাইন ডেষ্ক

আপডেট সময়: ১২ জানুয়ারী ২০১৮ ১০:২৩ পিএম:
আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালানোর ছক বানচাল জঙ্গিদের

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ছিল জঙ্গি ঘাঁটি ৷ সেখান থেকেই নাশকতার ষড়যন্ত্র করা হচ্ছিল ৷ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে সেই জঙ্গি ডেরা ভেঙে দিয়েছে বাংলাদেশ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(ব়্যাব)৷ এই অভিযানে তিন জঙ্গি খতম হয়েছে৷ আহত হয়েছেন কয়েকজন রক্ষী ৷ ঘটনাস্থল ঢাকার পশ্চিম নাখালপাড়া ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালানোর এই ছক বানচাল করা হয়েছে ৷ বৃহস্পতিবার রাত থেকে জঙ্গি ডেরায় অভিযান চালানো হয় ৷ শুক্রবার সকালেও সেই অভিযান চলে ৷ স্থানীয় সময় বেলা এগারোটার কিছু পরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে সেই বাড়ি৷ অন্তত তিন জঙ্গি নিজেদের গ্রেনেড বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে ৷

জানা গিয়েছে জঙ্গিরা যে বাড়িতে ঘাঁটি তৈরি করেছিল সেটি রুবি ভিলা নামে পরিচিত৷ গত ৪ জানুয়ারি ভুয়ো জাতীয় পরিচয় দিয়ে সেই বাড়ি ভাড়া নেয় কয়েকজন৷ এমনিতে রুবি ভিলায় কয়েকজন মেস করে থাকেন ৷ তাদের মধ্যে মিশে গিয়ে নাশকতার ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা ৷

ব়্যাবের জনসংযোগ বিভাগের প্রধান মুফতি মাহমুদ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ৷ রুবি ভিলা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব বেশি দূরে নয়। এই ভবনটির পাশে একটি মসজিদ আছে৷ আর জঙ্গি ডেরা হিসেবে চিহ্নিত বাড়িটার কাছেই এম.পি হোস্টেল ৷

এখানেই প্রশ্ন, প্রধানমন্ত্রীর দফতরের পাশাপাশি সংসদ সদস্যরা (এম.পি) কি টার্গেট ছিলেন জঙ্গিদের ? সেই আবাসনে ঢুকে এম.পি দের পণবন্দি করার ছক করে থাকতে পারে জঙ্গিরা জানা গিয়েছে, রুবি ভিলার পাঁচতলায় একটি মেস করে জঙ্গিরা থাকছিল৷

বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হতেই পাল্টা গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি গুলিও চালায় জঙ্গিরা ৷এবার ব়্যাব বাহিনীও পাল্টা গুলি চালায়৷ রুবি ভিলায় অনেক বিস্ফোরক মজুদ করা হয়েছে এমন ধারণা থেকেই ডেকে পাঠানো হয়েছে বম্ব ডিসপোজাল ইউনিট ৷

ব়্যাব জানিয়েছে, নিহত এক জঙ্গির গায়ে সুইসাইড ভেস্ট ছিল। একজনের দেহের নিচে একটি আইইডি রয়েছে। রান্নাঘরে গ্যাসের ওপর আইইডি রেখে আগুন জ্বালিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল ৷ কিন্তু সে চেষ্টা সফল হয়নি। রুবি ভিলা থেকে ৬১ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ এই বাড়ির মালিকের নাম সাব্বির। জানা গিয়েছে, এলাকার মানুষের সঙ্গে সাব্বিরের পরিবারের খুব একটা মেলামেশা নেই ৷


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top