Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ , সময়- ৬:৩৮ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
যুবলীগ ও আ'লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলবে : প্রধানমন্ত্রী দুদকের পরিচালক সাময়িক বরখাস্ত ঢাকা উত্তর সিটি নির্বাচন ২৮ ফেব্রুয়ারি ১০টি অঞ্চলে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন আওয়ামী লীগ দেশ চালাতে পারবে না : রব ৫ কোম্পানির পানি মানহীন : বিএসটিআই পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ঋণ দিচ্ছে চিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এরশাদ  মুন্সিগঞ্জের ট্রলারডুবি যে সত্যগুলো উন্মোচন করল

কবিতাঃ নারী নয় একবার মানুষ হিসেবে বাঁচি


অনলাইন ডেষ্ক

আপডেট সময়: ১৭ জানুয়ারী ২০১৮ ৯:২০ এএম:
কবিতাঃ নারী নয় একবার মানুষ হিসেবে বাঁচি

নারী নয় একবার মানুষ হিসেবে বাঁচি
কামরুন্নাহার


সময়ের সাহসী নারী
জেগে ওঠো এখনি তুমি।
মিথ্যে পতি ভক্তিতে
সৌন্দর্যের বসতীতে বসে
করো না আর ভালো থাকার অভিনয়
দিন রাত্রি যেখানে
কষ্টের স্রোত ধারা বয়।
পতির অতল পাদদেশে
ঘুমিয়ে আর করো না পার শত রজনী।
শত বছরের অন্যায় সইতে সইতে
কোমল মতি নারীর হৃদয় হয়েছে ক্ষয়।
আর নয় অন্যায়ের দাসত্ব
স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে 
একবার চলো মানুষ হিসেবে বাঁচি।

এবার বেড়িয়ে এসো নারী
চারদেয়ালের বন্দী জীবন ছাড়ি,
প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলো
অন্যায় করবো না 
অন্যায় সইবো না
অন্যায় করতে দেবো না।
এসো হাতে হাত ধরে
ঐক্যের সন্ধি করি।
দাসত্বের শৃঙ্খল খুলে
নিজেকে কর সম্মান
ভুলিয়া শত অপমান
গড়ে তোল নিজের যোগ্য স্থান।
অতীতের অপাঙক্তেয় স্মৃতি
রেখে এসো পদ্যের পঙ্কতিতে ভরি।
বৈরী এ সংসারের মায়ার জালে
নিজেকে বেঁধে আর ভেসোনা
দুচোখের নোনা জলে।

ব্যঘ্রের গর্জনে গর্জে ওঠো নারী
মানুষ রূপি পশুদের বনহীন রনাঙ্গনে
পরাস্থ করো হও রনাঙ্গীনী ।
হায়নার হিংস্র থাবায়
বিপন্ন জীবন শানিত করে
ভেঙ্গে দাও মানুষরূপী পশুদের দাঁত নখ।
ক্ষমা করোনা তাকে
যে এসেছিল তোমার বাগানে
পবিত্রতা হনন করে
কুসুম কলি ছিনিয়ে নিতে।

আগ্নেয়গিরি হয়ে উঠে এসো নারী
গুড়িয়ে দাও হিমালয়ের সুউচ্চ শির
নতজানু করো তোমার পদতলে
ঘুচিয়ে দাও হৃদয়ের সকল জ্বালা
মিটিয়ে নাও তোমার 
আপমানের গড়মিলের হিসেব।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top