Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ , সময়- ৮:২৩ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
অটলবিহারী বাজপেয়ীর অবস্থা সঙ্কটজনক আলোর গতিতে বাংলার আকাশ ছাড়িয়ে বহির্বিশ্বে বঙ্গবন্ধুর নাম গভীর শোক আর শ্রদ্ধায় জাতি স্মরণ করলো বঙ্গবন্ধুকে বাংলাদেশ সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে - এইচআরডব্লিউ : বিশ্লেষক প্রতিক্রিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল দেশি-বিদেশি আন্তর্জাতিক চক্র : সেলিম জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : কামরুল নির্বাচনে বিশ্বাস করি, ভোটের লড়াই করে ক্ষমতায় যেতে চাই : মোহাম্মদ নাসিম কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৪৮ জন নিহত এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু  বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারকে শেষ বিদায় জানালেন বানারীপাড়াবাসী

ট্রাম্পের বন্ধু রাষ্ট্রের সঙ্গে হাত মেলাচ্ছে উত্তর কোরিয়া


অনলাইন ডেষ্ক

আপডেট সময়: ১৮ জানুয়ারী ২০১৮ ১১:২৭ এএম:
ট্রাম্পের বন্ধু রাষ্ট্রের সঙ্গে হাত মেলাচ্ছে উত্তর কোরিয়া

সিওল ও পিয়ংইয়ং যুযুধান দু’পক্ষ অনেকটা ভারত পাকিস্তানের মতোই প্রতিনিয়ত এই দুই দেশে দ্বন্দ্ব লেগে থাকে৷ সেই দ্বন্দ্ব ভুলে এবার দুই কোরিয়াকে মিলিত দেখতে চলেছেন বিশ্ববাসী। দীর্ঘ আলাপ আলোচনার পর যুক্ত কোরিয়ার পতাকা নিয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রাজি হয়েছে দুই দেশ। 

এর আগে, ২০০০ সালে সিডনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দুই কোরিয়ার ক্রীড়াবিদরা একসঙ্গে অভিবাদন জানিয়েছিলেন। তৈরি হয়েছিল ইতিহাস।

বিবিসি জানাচ্ছে, আসন্ন শীতকালীন অলিম্পিকে অংশ নিতে উত্তর ও দক্ষিণ কোরিয়া কূটনৈতিক বৈঠক করে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই কোরিয়ার ক্রীড়াবিদরা একসঙ্গে অলিম্পিকে অংশ নেবেন। তাদের হাতে থাকবে অখণ্ড কোরিয়ার মানচিত্র দেওয়া পতাকা। তবে প্রতিযোগিরা নিজ নিজ দেশের হয়েই মাঠে নামবেন।

আরও জানানো হয়েছে শীতকালীন অলিম্পিকের মহিলা আইস হকিতে দুই কোরিয়ার মিলিত টিম মাঠে নামছে৷

এক সময়ের অখণ্ড কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তীব্র গৃহবিবাদের জেরে দুটি অংশে বিভক্ত হয়ে যায়। একটি অংশ সমাজতান্ত্রিক পক্ষে যোগ দেয়, সেটি উত্তর কোরিয়া নামে পরিচিত। অন্য অংশটি ধনতান্ত্রিক শিবিরে যুক্ত হয় তার নাম দক্ষিণ কোরিয়া।

দেশ বিভাগের পর থেকেই দুই রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব উত্তরোত্তর বেড়েছে। সম্প্রতি উত্তর ও দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহল আলোড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাত পূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কোরিয়ার। সে দেশের একনায়ক শাসক কিম জং উন বনাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পর পরমাণু যুদ্ধের হুমকি অব্যাহত আছে। মার্কিন বন্ধু রাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top