Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ , সময়- ৯:৫৬ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান আরেকটি শিক্ষার্থীর আত্মহত্যা : কারণ এবং প্রতিকার কী ? পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন জয়  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫ আমি কখনও সংলাপের কথা বলিনি : ওবায়দুল কাদের কাদের'কে স্টেডিয়ামে প্রকাশ্যে মাফ চাওয়ার আহ্বান  বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান সংরক্ষিত নারী আসনে আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু  পদ্মা সেতুর পাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

নিহতদের দেশে আনার খরচ বহন করবে ইউএস-বাংলা


নিজস্ব প্রতিবেদক, প্রজন্মকণ্ঠ

আপডেট সময়: ১৩ মার্চ ২০১৮ ৪:৪৯ পিএম:
নিহতদের দেশে আনার খরচ বহন করবে ইউএস-বাংলা

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যাত্রীদের মৃতদেহ দেশে আনার খরচ বহন করবে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। এছাড়া আহতদের চিকিৎসা বাবদ সকল খরচ ইউএস-বাংলা কর্তৃপক্ষ করবে বলেও জানিয়েছে।

মঙ্গলবার (১২মার্চ) ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।দুর্ঘটনায় আহতদের বিষয়ে সার্বক্ষনিক খোঁজ রাখছে বলেও তিনি জানান।

কামরুল ইসলাম বলেন, ‘আমাদের একটা টিম কাঠমান্ডুতে পৌঁছে গেছে। আমরা সহজে এখন সব কিছু করতে পারব। আমাদের সিনিয়রদের সিদ্ধান্ত ছিল সমস্ত ডেডবডি এবং যারা আহত হয়েছে, তাদেরকে দ্রুত নিয়ে আসবে। তাদের চিকিৎসার খবরও নেয়া হচ্ছে। আমাদের ঘোষণা হলো ইউএস বাংলার খরচে সবার চিকিৎসা করা হবে।’

যাত্রীদের বিমার বিষয়ে জানতে চাইলে ইউএস বাংলার কর্মকর্তা বলেন, ‘প্রত্যেকটা এয়ারক্রাফটের ইন্সুরেন্স কাভারেজ থাকে। নিশ্চয় এই ফ্লাইটের সব যাত্রীর ইন্সুরেন্স করা ছিল। সে অনুপাতেই ম্যানেজমেন্ট দেবে।’

অন্য এক প্রশ্নের জবাবে কামরুল বলেন, ‘ক্ষতিপূরণ ম্যানেজমেন্টের ডিসিশন। তবে এ বিষয়ে নানা প্রক্রিয়া আছে। ইট উইল টেক টাইম।’

প্রতিষ্ঠানের বিমান পরিচালনায় এই দুর্ঘটনার কী প্রভাব পড়েছে-জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘সব ফ্লাইট নরমাল সিডিউল অনুযায়ী চলছে। কিছুক্ষণ আগেও সকালে একটি ফ্লাইট ছেড়ে গেছে।’

অন্য এক প্রশ্নের জবাবে ইউএস বাংলা কর্মকর্তা বলেন, ‘মানুষের মধ্যে আতঙ্ক কাজ করতে পারে। তবে গত সাতে তিন বছরে ইউএস বাংলা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। বাংলাদেশে ইউএস বাংলা একটি নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে গড়ে তুলেছে।’ ‘একটা এক্সিডেন্ট যে কোনো সময়, যে কোনো কারণে হতে পারে। এ জন্য একটি প্রতিষ্ঠান ধ্বংস হতে পারে না। এ বিষয়ে আমরা আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতা চাই।’

উল্লেখ্য, সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের নিহত হয়েছেন।

সোমবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের সিংহভাগই বাংলাদেশি, সব মিলিয়ে ১৪ জন। তবে এদের মধ্যে ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন আজ সকালে। আহতদের নেপালের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে চিকিৎসার ঘোষণা সোমবার সিঙ্গাপুর থেকেই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খরচেই হবে চিকিৎসা।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top