Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ , সময়- ৭:২১ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
সৌদি ঘাতক টিমের ১ সদস্য গাড়িচাপায় নিহত : তুর্কি দৈনিক 'ইয়ানি শাফাক' নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে : ইসি সচিব হেলালুদ্দীন ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক জেনারেল মইন  বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ কেন এভাবে হুট করেই চলে গেলেন এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী  সদ্য প্রয়াত ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা আগামীকাল  আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  মহানবী (স.) এর রওজা শরিফ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন  নির্বাচনের সামনে বিশিষ্টজনদের হত্যার চেষ্টা ও বড় ধরনের নাশকতা’র পরিকল্পনা জেএমবি'র 

সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার


প্রজন্মকণ্ঠ বিশেষ প্রতিবেদক

আপডেট সময়: ৩১ জুলাই ২০১৮ ১:৪৩ এএম:
সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তিন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট। ভোট দেয়া ও নির্বাচন বর্জন প্রার্থীর নিজস্ব বিষয়। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিকর্পোরেশনের ভোট গ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হুদা।

সিইসি বলেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। বরিশালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রিটার্নিং কর্মকর্তাদের তথ্যানুসারে অনিয়মের কারণে বরিশালে একটি কেন্দ্র বাতিল ও ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, রাজশাহীতে কোনো অনিয়ম হয়নি, ১৩৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটেও দুইটি কেন্দ্র বাদে সবজায়গায় ভোট শান্তিপূর্ণ হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট না দেওয়া বা নির্বাচন বর্জন প্রার্থীদের নিজস্ব বিষয়।

বরিশালের এক মেয়র প্রার্থী লাঞ্চিত হয়েছেন-এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রেখেছি। এরপরও কোনো অভিযোগ এলে কমিশন সেটা খতিয়ে দেখবে। সেই প্রার্থী নির্বাচন বর্জন না করে কমিশনে অভিযোগ করতে পারতেন। আদালতে যেতে পারতেন।

অনেক প্রার্থী আবার নির্বাচনের দাবি জানিয়েছেন-এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, পুনরায় ভোট গ্রহণের মতো পরিস্থিতি হয়নি।

নির্বাচন সম্পর্কে অভিমত জানতে চাইলে নুরুল হুদা বলেন, প্রত্যাশা ছিল কোনো অনিয়ম হবে না, তারপরও কিছু ঘটনা ঘটেছে। এ সব বিষয়ে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিকভাবে নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top