Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ , সময়- ৯:১২ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
জোটের শরিকরা আনুমানিক ৬৫ থেকে ৭০ আসন পেতে পারে : ওবায়দুল কাদের নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নে ‘চুলচেরা বিশ্লেষণ’ করছে আওয়ামী লীগ  আ'লীগে নিবন্ধিত দলের সংখ্যা ৮,  বিএনপি জোটে ১১   আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত | প্রজন্মকণ্ঠ এ পর্যন্ত ১১টি টেস্ট জিতেছে বাংলাদেশ  আতঙ্কিত ও ক্ষুব্ধ রোহিঙ্গারা, প্রত্যাবাসন স্থগিত  ক্ষমা চাইতে ফখরুলকে ছাত্রলীগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ছাত্রলীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যড়যন্ত্র সফল হবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : নির্বাচন কমিশন সচিব প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার

ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে খেলে যাচ্ছেন শচীন-পুত্র অর্জুন 


নিজস্ব প্রতিবেদক, প্রজন্মকণ্ঠ

আপডেট সময়: ১২ আগস্ট ২০১৮ ১:২১ পিএম:
ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে খেলে যাচ্ছেন শচীন-পুত্র অর্জুন 

লর্ডসে চলছে ইংল্যান্ড-ভারতের দ্বিতীয় টেস্ট। যেখানে অ্যান্ডারসন-কোহলিদের সঙ্গে আলোচনায় উঠে এসেছেন মাঠের বাইরের একজন। তিনি আবার যেনতেন কেউ নন, খোদ ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন!

ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে খেলে যাচ্ছেন শচীন-পুত্র। আপাতত মাঠে খেলা নেই। তাই বলে বসে নেই অর্জুন। ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। এমসিসি যুব ক্রিকেটের অংশ হিসেবে লর্ডস টেস্টে স্বেচ্ছাসেবকের কাজ করছেন তিনি। এবং সেখানে বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।

এই তো গেল বৃহস্পতিবার লর্ডস টেস্টের শুরুর দিন গ্রাউন্ডসম্যানের ভূমিকায় দেখা গেছে শচীন-পুত্রকে। তৃতীয় দিন সেই লর্ডসেই আবার রেডিও বিক্রি করছেন অর্জুন। কিছুটা অবাক হওয়ার মতোই। শচিনের ছেলে এমন ভূমিকায়!

আসলে ভারতীয় ক্রিকেটের মহানায়ক শচিন নিজের ছেলেকে সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছেন। এবং অর্জুনের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী শচিন। বলেছেন, ‘নিজের মতো করে চলতে আমি ওকে স্বাধীনতা দিয়েছি। ওকে নিয়ে আমি কখনোই সেভাবে ভাবি না। ওকে অনেক বাধা-বিপত্তির মুখোমুখি হতে হবে। আমি নিশ্চিত এসবকিছু মোকাবেলার জন্য অর্জুন প্রস্তুত থাকবে।’

অনেকের কাছেই সর্বকালের সেরা ব্যাটসম্যান শচিন। স্বাভাবিকভাবেই তার ছেলের ওপর প্রত্যাশার একটা বাড়তি চাপ থাকবে। শচিন নিজেও তা মানছেন। তবে ভারতের সাবেক অধিনায়কের বিশ্বাস অর্জুন সবকিছু সামলে নিতে পারবে।

কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম কথা হচ্ছে। শনিবার ব্রিটিশ একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এনিয়ে কথা বললেন শচিনও। টেস্টের আবেদন ধরে রাখতে উইকেটের দিকেই জোর দিলেন তিনি।

শচিন বলেছেন, ‘সীমিত ওভারের ম্যাচে বোলারদের জন্য উইকেট চ্যালেঞ্জিং থাকে। কিন্তু টেস্টে ব্যাটসম্যানদের সেই চ্যালেঞ্জের সামনে পড়তে হয় না। টেস্টে এমন উইকেট বানানো উচিত যেখানে ব্যাটসম্যানদেরও পরীক্ষা দিতে হয়।’

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান আরো বলেছেন, ‘উইকেট নিষ্প্রাণ হয়ে গেলে বোলাররা অসহায় হয়ে পড়েন। তাদের কিছুই করার থাকে না। কারণ ব্যাটসম্যানরা ভুল না করলে আউট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এভাবেই ম্যাচটা ঝিমিয়ে পড়ে। যা এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়।’


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top