Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ , সময়- ৯:১৭ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
জোটের শরিকরা আনুমানিক ৬৫ থেকে ৭০ আসন পেতে পারে : ওবায়দুল কাদের নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নে ‘চুলচেরা বিশ্লেষণ’ করছে আওয়ামী লীগ  আ'লীগে নিবন্ধিত দলের সংখ্যা ৮,  বিএনপি জোটে ১১   আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত | প্রজন্মকণ্ঠ এ পর্যন্ত ১১টি টেস্ট জিতেছে বাংলাদেশ  আতঙ্কিত ও ক্ষুব্ধ রোহিঙ্গারা, প্রত্যাবাসন স্থগিত  ক্ষমা চাইতে ফখরুলকে ছাত্রলীগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ছাত্রলীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যড়যন্ত্র সফল হবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : নির্বাচন কমিশন সচিব প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার

দিনে দিনে বেড়েছেই চলেছে ট্রেনে-বাসে যৌন হয়রানি 


অনলাইন ডেস্ক

আপডেট সময়: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৮ এএম:
দিনে দিনে বেড়েছেই চলেছে ট্রেনে-বাসে যৌন হয়রানি 

সম্পাদকীয় : দিনে দিনে বেড়েছেই চলেছে ট্রেনে-বাসে যৌন হয়রানির পরিমাণ৷ দ্বিগুণ হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন৷ বর্তমান সমাজ ব্যবস্থায় যৌন হয়রানির ঘটনা ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ বেপরোয়া ভাবে অপরাধ প্রবণতা বাড়তে থাকায় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা৷ খোদ রাজধানী ঢাকায় গণপরিবহণে ৮৪ শতাংশ মহিলা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে খবর৷

গত সপ্তাহে ঢাকার অদূরে ফের টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতুগামী বাসে ধর্ষণের শিকার হয় প্রতিবন্ধী কিশোরী। বাসচালক, হেল্পার ও সুপারভাইজার মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার আধিকারিক কবিরুল হক জানান, প্রতিবন্ধী নির্যাতিতা ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করে৷ ঘটনার তদন্তে নেমে হেল্পার নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ৷ জেরায় অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর৷ চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তারে অভিযান চলছে৷ 

এর আগেও টাঙ্গাইল মহাসড়কে চার মহিলা বাসে ধর্ষণের শিকার হন। গত বছরের ২৫ আগস্ট বগুড়া জেলা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে বাসচালক ও হেল্পার। শুধু বাসে নয়, গাড়িতে তুলে নিয়েও ঘটছে নির্যাতন, গণধর্ষণ। ২০১৫ সালের মে মাসে রাজধানী ঢাকায় এক তরুণীকে গণধর্ষণ করা হয়। গত ১০ জুন রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগর এলাকায় গাড়িতে তুলে নিয়ে এক যুবতীকে ধর্ষণ করা হয়৷ চলতি বছরের ২ জুলাই মাদ্রাসা পড়ুয়া শিশুকে ইঞ্জিনচালিত নৌকায় তুলে গণধর্ষণ করা হয়৷

ফলে, যা পরিস্থিতি তাতে কোনও গণপরিবহণেই নারী কিংবা শিশুরা নিরাপদ নয় বলে জানিয়েছেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির৷ তিনি জানান জানান, গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি দেয়া হলে এ অপরাধ-প্রবণতা কমে আসবে৷ মহিলা নির্যাতন প্রতিরোধ না করতে পারলে কোনও উন্নয়নেরই সুফল আসবে না৷ সংস্থাটির এক গবেষণায় উঠে এসেছে, রাজধানীতে গণপরিবহণে ৮৪ শতাংশ মহিলা যৌন হয়রানির শিকার৷ আইনজীবী ড. শাহদিন মালিক জানান, প্রতিবন্ধী মহিলা-কন্যাশিশু পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণের শিকার হচ্ছে। গণধর্ষণের পর হত্যার মতো অপরাধে মাত্র ২ শতাংশ বিচার নিশ্চিত করা হচ্ছে। বাকি ৯৮ শতাংশ অপরাধী পার পেয়ে যাচ্ছে । 

বাংলাদেশ যাত্রী-কল্যাণ সমিতির এক পরিসংখ্যানে জানা গিয়েছে, গত ১৫ মাসে সারা দেশে গণপরিবহণে ১২১ মহিলা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম জানান, মহিলারা কোনও গণপরিবহণেই আজ নিরাপদ নন ।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top