Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ , সময়- ১১:২০ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান আরেকটি শিক্ষার্থীর আত্মহত্যা : কারণ এবং প্রতিকার কী ? পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন জয়  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫ আমি কখনও সংলাপের কথা বলিনি : ওবায়দুল কাদের কাদের'কে স্টেডিয়ামে প্রকাশ্যে মাফ চাওয়ার আহ্বান  বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান সংরক্ষিত নারী আসনে আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু  পদ্মা সেতুর পাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

দেশের সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি টেলিভিশন টক-শো’


প্রজন্মকণ্ঠ অনলাইন রিপোর্ট

আপডেট সময়: ২২ অক্টোবর ২০১৮ ১২:৪১ পিএম:
দেশের সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি টেলিভিশন টক-শো’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নিয়ে আলোচনায় প্রথমেই চলে আসে ‘টক-শো’ র কথা৷ দেশের সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি টেলিভিশন টক-শো’র কথা জানুন ছবিঘর থেকে৷

তৃতীয় মাত্রা, চ্যানেল আই : বাংলাদেশের সবচেয়ে পুরনো জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রা৷চ্যানেল আই-এর এই টক শো-টি প্রথম প্রচারিত হয় ২০০৩ সালের ১৭ই জুলাই৷ বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিটে এবং রাত ১টায় প্রচারিত হয় এটি৷ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন জিল্লুর রহমান৷ ‘তৃতীয় মাত্রা’ মূলত রাজনীতি নির্ভর আলোচনা অনুষ্ঠান হলেও এটিতে সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷

একাত্তর জার্নাল, একাত্তর টিভি : প্রতিদিনের সংবাদের বিশ্লেষণ নিয়ে একাত্তর টেলিভিশনের জনপ্রিয় টক শো ‘একাত্তর জার্নাল’৷ মিথিলা ফারজানা ছাড়াও অনেক জ্যেষ্ঠ সাংবাদিককেই অনুষ্ঠানটির উপস্থাপনায় দেখা যায়৷

আজকের বাংলাদেশ, ইনডিপেনডেন্ট : রবিবার থেকে বৃহস্পতিবার প্রতি রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত হয় টক শো ‘আজকের বাংলাদেশ’৷ রাত ১১ টায় সরাসরি প্রচারিত এই টক শো উপস্থাপনা করেন চ্যানেলটির বার্তা প্রধান খালেদ মুহিউদ্দীন৷

‘রাজকাহন - নবনীতা চৌধুরীর সাথে’ : ডিবিসি নিউজ চ্যানেলে নবনীতা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় রবি থেকে বৃহস্পতিবার রাত ১০টায়৷ ২০১৬ সালের ২১শে সেপ্টেম্বর পথচলা শুরু হয় এই টক শো’র৷ রাজনীতির সাম্প্রতিক ইস্যুগুলোই মূলত আলোচিত হয় এতে৷

‘মুখোমুখি’ : চ্যানেল 24-এর নিয়মিত টক শো ‘মুখোমুখি’৷ সপ্তাহে ৪ দিন রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলা অনুষ্ঠানটিতে সম-সাময়িক ইস্যু থাকে৷ রাজনীতি, অর্থনীতি, অপরাধ ও সামাজিক নানা বিষয় নিয়ে মুখোমুখি আলোচনা হয় অতিথির সাথে৷ ফেসবুক পেজেও লাইভ হয় অনুষ্ঠানটি৷ সিনিয়র রিপোর্টাররাই মূলত এর সঞ্চালক৷

২৪ ঘণ্টা, যমুনা টিভি : প্রথম প্রচার ৬ এপ্রিল ২০১৪৷ প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হয় এটি৷ এ অনুষ্ঠানের আলোচনাও প্রধানত রাজনীতিকেন্দ্রিক৷ এছাড়া জন-ভোগান্তি, অর্থনীতি, সামাজিক অসঙ্গতি, অপরাধ ইত্যাদি দিনের আলোচিত বিষয় নিয়েও আলোচনা হয় এখানে৷ প্রথম উপস্থাপনা করেছিলেন কাজী জেসিন৷ বর্তমানে মীর আহসান এবং মাহফুজ মিশু অনুষ্ঠানটির উপস্থাপক৷

বিয়ন্ড দ্য গ্যালারি, চ্যানেল 24 : চ্যানেল 24-এ এই স্পোর্টস টক শো-টি শুরু হয় ২০১২ সালে৷ উপস্থাপনা করেন রেজওয়ান উজ জামান৷ শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহে ৫ দিন প্রচারিত হয় এটি দুপুর ১২টা ২০ মিনিটে৷

জনতন্ত্র গণতন্ত্র : নিউজ টোয়েন্টিফোর-এর এই টক শো-টি প্রথম প্রচারিত হয় ২৮শে জুলাই ২০১৬-তে৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিয়া রহমান এবং রোবায়েত ফেরদৌস৷ প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি৷ সমসাময়িক রাজনীতি এই টক শো’র আলোচ্য বিষয়৷

কেমন বাংলাদেশ চাই, আরটিভি : আরটিভি’র এ অনুষ্ঠানটিতে মূলত সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়৷ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন সৈয়দ আশিক রহমান৷ প্রতি সোমবার রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি৷

আমার আমি, বাংলাভিশন : ‘আমার আমি’ অনুষ্ঠানটি বাংলাভিশনের যাত্রার শুরু থেকেই চলে আসছে৷ এটি একটি জনপ্রিয় সেলিব্রেটি টক শো৷ তারকাদের অনেক অজানা কথা উঠে আসে এই অনুষ্ঠানে৷ অনুষ্ঠানটি অপি করিমের উপস্থাপনার মধ্য দিয়ে জনপ্রিয়তা পায়৷ এরপর মুনমুন, নওশীন এবং বর্তমানে রাফিয়া রশীদ মিথিলা অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন৷ প্রতি শনিবার রাত ৯টা ৫মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হয়৷


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top